
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঁচ উইকেটে হারলেও ম্যাচ সেরার পুরস্কার জিতে নিলেন টিম ডেভিড। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮.২ ওভারে ৪২ রানে সাত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি।
সেখান থেকেই একাই দলের স্কোরকে সম্মানজনক এবং লড়াইয়ের নিয়ে যান ডেভিড। ২৬ বলে ৫টি চার এবং ৩টি ছক্কায় অর্ধশতক পূর্ণ করেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার। তাঁর ব্যাটে ভর করে আরসিবি ৯৫ রানে ইনিংস শেষ করে। টিম ডেভিড আউট হয়ে গেলে এদিন আরও কম রানে ইনিংস শেষ হতে পারত বেঙ্গালুরুর।
তৈরি হতে পারত লজ্জায় রেকর্ড। অবশ্য শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও নজর কেড়েছেন ডেভিড। ম্যাচে দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়েছিলেন তিনি। তবে সব প্রচেষ্টা সত্ত্বেও দলকে জেতাতে পারেননি তিনি।
ম্যাচ সেরার পুরস্কার নিয়ে টিম ডেভিড বলেন, 'খুব সহজ ছিল না। আমাকে বুঝে নিতে হয়েছিল পিচ কিরকম আচরণ করছে, তারপর বড় শট নেওয়ার চেষ্টা করেছি। আমাদের কিছু পার্টনারশিপ দরকার ছিল। নিজের পারফরম্যান্সে খুশি, তবে দল জিতলে অনেক বেশি ভালো লাগত।'
ডেভিডের লড়াকু ইনিংস এবং অল রাউন্ড ফিল্ডিং পারফরম্যান্স তাঁকে এনে দিল ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার। কিন্তু তা সত্ত্বেও পাঞ্জাবের কাছে হারতে হয়েছে বেঙ্গালুরুকে।